![]() |
৫৫ plus অহংকার নিয়ে বাংলা সেরা উক্তি ও বাণী Best ohongkar niye bani o ukti Status bangla |
১: সকল পাপের উৎস তিনটি।
যে ব্যক্তি উক্ত তিনটি বস্তুর অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, সে যাবতীয় অনিষ্ট থেকে বাঁচতে পারবে।
কুফরির মূল উৎস হলো অহংকার;
পাপাচারের মূল উৎস হলো লোভ।
আর বিদ্রোহ ও সীমালঙ্ঘনের মূল উৎস হলো হিংসা। ইমাম ইবনুল কাইয়িম (রহঃ)
২: কেউ আমাকে একবার এড়িয়ে চললে আমি তাকে সাড়া জীবন এড়িয়ে চলি! এটা আমার অহংকার না এটা আমার আত্নসম্মান!
৩: পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হলো শারীরিক সৌন্দর্যের অহংকার! যেখানে মানুষের নিজের কোনো কৃতিত্ব নেই অথচ দাম্ভিকতার জন্ম হয়!
৪: সৎ চিন্তা করুন, আর
অহংকার ঝেড়ে ফেলুন
৫: অহংকার যদি বেড়ে যায়, তাহলে কবরস্থান থেকে হেঁটে আসুন, সেখানে আপনার থেকে সুন্দর ও ধনী মানুষ অনেক শুয়ে আছে!!
৬: আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না, পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে, আল্লাহ পছন্দ করেন না আত্মম্ভরী ও অহংকারীকে (সূরা লুকমান আয়াত নং-১৮)
৭: আত্মপ্রচার, অহংকার, তেলবাজি করে মানুষ সম্মানিত হয়না বরং পদে পদে অপমানিত হয়!
৮: অহংকার কিন্তু পতনের মূল
তাই, আমরা আমাদের অন্তরকে
অহংকারমুক্ত রাখার চেষ্টা করবো
(ইন শা আল্লাহ)
৯: ইসলাম - অহংকার করতে শেখায় না।
ইসলাম - শুকরিয়া আদায় করতে শেখায়।
১০: আপনি অনেক টাকার মালিক, আপনার অনেক ধন সম্পদ,আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক অহংকার, বের হন মাত্র তিন দিন এর জামাতে আল্লাহতালার রাস্তায় সব তুস্স মনে হবে জীবন এ যা করেছি সব ভুল মনে হবে!!
১১: বয়ফ্রেন্ড আছে দেখে অহংকার করার কিছু নাই বইন! খোঁজ নিয়ে দেখ ওটা তোমার একার নাকি পুরো পৌরসভার
![]() |
ধৈর্য নিয়ে ইসলামিক পিকচার |
১২: তোমার রুপ নিয়ে অহংকার করিও না! এই রুপ একদিন শুকিয়ে কাঠ হয়ে যায়!
১৩: সকল পাপের উৎস তিনটি।
১. অহংকার—এটি ইবলিসের পতন ঘটিয়েছিলো;
২. লোভ—এটি জান্নাত হতে আদম (আ.)-কে বের করে দিয়েছিলো, এবং
৩. হিংসা - এটি আদম (আ.) -এর এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে প্রতিশোধপরায়ণ করে তুলেছিলো। (ইমাম ইবনুল কাইয়িম (রহ.)
১৪: সময় এবং ভাগ্যের প্রতি কোনদিন অহংকার করা উচিৎ নয়! কারণ এরা যেকোনো মুহুর্তে বদলে যেতে পারে.!
১৫: কেউ যখন তার যোগ্যতার চেয়ে অনেক বেশি কিছু পেয়ে যায়,তখন সে তার প্রাপ্তিগুলোর মূল্যায়ন করেনা, তার মনে এই বিশ্বাস জম্মে যে সে আরো বেশি এবং আরো ভালো কিছুর যোগ্য,তার হৃদয়ে অহংকার তৈরি হয়,ফলে সে আগের পাওয়া প্রাপ্তি গুলোকে তুচ্ছ আর অবহেলা করে,এক সময় সে সবি হারায়!
১৬: অহংকার মানবাত্মার জন্য খুবই ক্ষতিকর ও মারাত্মক ব্যাধি, যা মানুষেকে নৈতিক চরিত্রকে শুধু কলুষিতই করে না বরং তা একজন মানুষকে হেদায়াত ও সত্যের পথ থেকে দূরে সরিয়ে ভ্রষ্টতা ও গোমরাহির পথের দিকে নিয়ে যায়।
১৭: কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে কিন্তু তারা হয়তো জানেনা ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন থাকে না
১৮: কখনোই অবহেলা বা অহংকার করো না ।
মনে রেখ ক্লাসের সেই খারাপ ছাত্রটাই আইনস্টাইন, বিল গেটস। বস্তির সেই ছেলেটাই আমেরিকার প্রেসিডেন্ট লিংকন
১৯: অহংকার যখন বাড়ে তখন মধ্যবিত্ত মানুষকে মানুষ মনে করে না'
![]() |
ইসলামিক উপদেশ পিকচার |
২০: সাজানো কথা বাজানো গান,
পড়তে, শুনতে ভালো,
নিজের লেখা নিজের কাছে মনে হয় আলো।
সাজিয়ে সাজিয়ে কবিতা
হয় না আমি কবি।
লেখার মাঝে ভাষাও যদি,
তোমার দেহের অন্য একটা ছবি।
তাতেই হবে তুমি এক দিন।
অহংকার ছাড়া কবি।
২১: অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায়, যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না। ড. এ পি জে আবদুল কালাম
২২: রূপের অহংকার তারাও একদিন করেছিলো। যারা আজ সারে তিন হাত মাটির নিচে।
২৩: আল্লাহ্ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে, তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারও ওপর অহংকার করবে না, এবং কেউ কারও ওপর অত্যাচার করবে না
– মুসলিম
২৪: জীবনে ৭ টি জিনিস ত্যাগ করুনঃ
১ প্রতারনা
২ ঘৃনা
৩ অবহেলা
৪ হিংসা
৫ পরনিন্দা
৬ অহংকার
৭ লোভ
২৫: আমরা প্রত্যেকটা মানুষ নিজেদের সবসময় টপ ফেভারিট ভাবি। এই ভাবাটাও একটা অহংকার,যখন আমাদের এই ভাবাটা জিরো হয়, তখন আমরা আল্লাহকে চেনা শুরু করি।
২৬: যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে,
সেই ব্যক্তি নিজেকে ছাড়া - অন্য কাউকেই উপযুক্ত মনে করে না। (শেখ সাদী( রঃ)
২৭: সময় এবং ভাগ্যের প্রতি কোনদিন অহংকার করা উচিৎ নয়: কারণ এরা যেকোনো মুহুর্তে বদলে যেতে পারে!
২৮: আমি আমার অহংকার এবং মনোভাবকে সর্বদা আমার পকেটে রাখি যাতে লোকেরা যখন আমার আত্মমর্যাদাবোধ এবং অনুভূতিগুলি পরীক্ষা করা হয় তখন আমি এটি ব্যবহার করতে পারি”
২৯: নিজের যোগ্যতা নিয়ে অহংকার করো না কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়।
৩০: ভিক্ষুককে সালাম দিতে যদি তোমার লজ্জা লাগে! তাহলে বুঝবে তুমি অহংকার মুক্ত নও!
![]() |
দুঃখ কষ্ট নিয়ে হাদিস ছবি |
৩১: সুন্দর চেহারার অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমায় স্পর্শ করে সবাই হাত ধুয়ে নিবে।
৩২: মেয়েদের চরিত্র অন্ন ছাঁচে গড়া।অহংকার মুক্ত জীবন গড়া তাঁদের পক্ষে বেশ কঠিন।
৩৩: কোন কিছু নিয়েই অহংকার করা ঠিক না।হোক সেটা রুপ, ধন।
৩৪: সময় যখন বদলে যায়, তখন সব কিছু পাল্টে রেখে দেয়। তাই ভালো সময়ে অহংকার করো না, আর খারাপ সময়ে ধৈর্য্য রাখো।
৩৫: রিক্সাওয়ালাকে সালাম দিতে যদি ভিতরে বাধা আসে। তবে তুমি অহংকার মুক্ত নও।
৩৬: অন্তরে এত অহংকার নিয়ে কত দূর যেতে পারবেন? যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্যে যথেষ্ট। [সূরা আত-তলাক-৩]
কি ভেবেছেন জুলুম করে পার পেয়ে যাবেন?
মাযলুমের দু'আর সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান থাকলে সেই মাযলুমের দু'আ কে ভয় করুন।
৩৭: - কেউ আমাকে একবার এড়িয়ে চললে, আমি তাকে সাড়া জীবন এড়িয়ে চলি! এটা আমার অহংকার না এটা আমার আত্নসম্মান!
৩৮: কিসের আমার বাহাদুরী কিসের অহংকার দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। এই দুনিয়ার আলো বাতাস লাগবে না আর গায় কে যাবে রে অচিন দেশে পাল তোলা এই নায়। তুমি যাবে আমি যাবো যাবে প্রিয়জন আসা যাওয়া চলছে খেলা থাকবে পড়ে ধন।
৩৯: আত্মবিশ্বাস অন্যকে অনুপ্রাণিত করে, অহংকার দমিয়ে দিতে চায়। আত্মবিশ্বাস আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, আর অহংকার আপনাকে পিছন থেকে টেনে ধরবে। আত্মবিশ্বাস তৈরি হতে সময় লাগে, পরিশ্রমের দরকার হয়। আর অহংকার কখন তৈরি হয়ে যাবে টেরই পাবেন না।
৪০: আমাদের সমাজ আর শিক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অহংকার আর বৈষম্যতা শেখায় কারন আমাদের মানসিকতায় আমরা অন্যকে মাড়িয়ে উপরে যেতে চাই,, অন্যকে সাথে নিয়ে নয়।
৪১: অহংকার আর হিংসা ত্যাগ কর কারণ,তুমি এই পৃথিবীর অতিথি - মালিক না?
৪২: আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ ক্বিয়ামাত দিবসে সে ব্যক্তির দিকে (দয়ার) দৃষ্টি দিবেন না, যে ব্যক্তি অহংকার বশতঃ ইযার বা পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পরিধান করে। [মুসলিম ৩৭/৩৯, হাঃ ২০৮৭, আহমাদ ৯০১৪] আধুনিক প্রকাশনী- ৫৩৬৩,
৪৩: পদ মানে ক্ষমতা নয় , পদ মানে দায়িত্ব। এটা ভুলে গেলেই আসে আত্ম অহংকার! আর অহংকারই
৪৪: অহংকার যদি হয় পতনের মূল!
তদ্রুপ - সৎ নম্রতা আল্লাহর ভয় সুখের মূলধন !!
৪৫: ২০০ টাকা দামের প্যান্ট পঁচে যাওয়ার আগে মানুষের শরীর পঁচে যায়। তার পরেও মানুষের অহংকার কমে না। বাড়ি গাড়ি সম্পদের বড়াই, শক্তির বড়াই, রূপের অহংকার আরও কতো কিছুই না করি। (আল্লাহ্) আপনি আমাদের সকলকে হেদায়াত দান করুন।
৪৬: মুর্তি পূজার চাইতে আত্মপুজা কোনো অংশে কম নয়। সুতরাং সবাইকে আত্মপূজা নামক অহংকার থেকে পবিত্র হতে হবে।
৪৭: যদি কোনো রিকশাওয়ালা বা ফেরিওয়ালা বা অনুরূপ তাদের মতো কাউকে সালাম দিতে আপনার মন সংকোচবোধ করে তাহলে বুজতে হবে সারাজীবনের উপার্জিত আপনার নেক আমল অহংকারের ফলে পুড়ে যাচ্ছে । কারণ অহংকার মানুষের নেক আমল এমনভাবে পুড়িয়ে ফেলে যেভাবে শুকনো কাঠকে আগুন পুড়িয়ে দেয়।
৪৮: আমার সেই সমস্ত মানুষদের খুব ভালো লাগে যাদের কাছে অহংকার করার মত অনেক কিছু থাকলেও তারা কখনও অহংকার করে না!
৪৯: পৃথিবীতে সেই সবচেয়ে ধনী। যার একটি সুন্দর মন আছে, যার মনে নাই কোন অহংকার, নাই কোন হিংসা। আছে শুধু অন্যের জন্য ভালোবাসা.
৫০: মানুষের শারীরিক সুস্থতা বা অসুস্থতা, সৌন্দর্যে পরিপূর্ণ বা অসম্পূর্ণ, যোগ্যতার শীর্ষে বা ঘাটতি থাকা, প্রখর মেধাবী বা কমতি থাকা সবই আল্লাহ প্রদত্ত। এ নিয়ে গর্ব অহংকার যেমনি ঠিক নয়, অন্যদিকে হীনমন্যতায় ভোগা ও অপ্রয়োজনীয়। বরঞ্চ যেভাবে আছি তাই আল্লাহর দয়া ও মেহেরবানি।
![]() |
ঝগড়া নিয়ে হাদিস উক্তি |
৫১: ধন সম্পদের অহংকার থেকে আল্লাহর পানাহ চাও। এটা এমন একরোগ, যা মানুষকে ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছিয়ে দেয়। [হজরত আলী রাঃ]
৫২: আমার মাতৃভূমি। আমার জন্ম ভূমি।আমার অহংকার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
৫৩: দ্বীনের জ্ঞানীদের মজলিসে আমি নিজেকে হীনমন্য ভাবতে পছন্দ করি। এই হীনমন্যতা আমাকে জিহ্বায় লাগাম দিতে সাহায্য করে, অহংকার থেকে নিবৃত রাখে, উদ্ধত্য আচরণ করা থেকে বিরত রাখে, আমাকে আরো বিনয়ী হতে শেখায়।
৫৪: অতিরিক্ত অহংকার - পতনের লক্ষণ
আর অতিরিক্ত সরলতা - ঠকে যাওয়ার লক্ষণ!
৫৫: মুছে ফেলি সমস্ত রাগ অভিমান অহংকার,
ভুলে যাই সব কিছু, সব রাগ অভিমান অভিযোগ ভুলে গিয়ে দিন শেষে এক কোলাহল মুক্ত জীবন শুরু করি, কি হবে এতো রাগ অভিনমান অভিযোগ অহংকার রেখে, আজ আছি কাল তো নাও থাকতে পারি
সবার আগে লেখা পেতে আমাদের অ্যাপটি ডাউনলোড করে রাখতে পারেন! ধন্যবাদ
Post a Comment
কমেন্টে স্প্যাম লিংক দেওয়া থেকে বিরত থাকুন