islamic bani bangla pic, Bangla sad bani, Islamic post, Bangla pic, Islamic post bangla, 2022 Bangla Bani, book Monishider, bani in Bengali
ছোট ছোট ইসলামিক উক্তি ও হাদিস বাংলা লেখা


: পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয়; অন্তর থেকে আল্লাহ তা'আলার শাস্তিকে ভয় করে।

: বাহিরে শক্র আমার কি ক্ষতি করবে? যখন আমার সবচেয়ে বড় শক্র আমার নফস। 

: উমর বিন খাওাব (রা:) বলেন দুনিয়া অর্জন নয়, দুনিয়াবিমুখতায়ই রয়েছে দেহ ও জ্ঞানের প্রশান্তি। তারিখে উমার- ২৬. 

রাসুল (সা:) বলেছেন তোমরা আল্লাহর নিকট সুস্থতা ও নিরাপওা কামনা কর। কেননা ইমানের পর কাউকে সুস্থতা ও নিরাপত্তার চেয়ে উওম কিছু দান করা হয়নি। - ইবনে মাজাহ....

: আল্লাহ তা'আলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে , আল্লাহ তোমাকে তার চেয়ে উওম কিছু অবশ্যই দান করবে। ....আল হাদিস

: আর আমি বনি ইসরাইল থেকে এই অঙ্গীকার নিয়েছি যে তোমারা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না। পিতা মাতার সঙ্গে সদ্বাবহার করবে। - সূরা বাকারা, আয়াত ৮৩

: যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না। 
হযরত উমর ( রা:)

:অহংকার নিয়ে উক্তি ও বাণী অহংকার নিয়ে স্ট্যাটাস, অহংকার নিয়ে ইসলামিক উক্তি দেখে নিন। 

: তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে , কিন্তু তুমি বে -খবর।

: পাপ যতই ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করিও। পূন্য যতই ক্ষুদ্র হোক তা আমল করার চেষ্টা করিও। (ইমাম গাজ্জালী)

: বান্দার গুনাহ তখন বেশি হয়ে যায় এবং গুনাহের কাফফারা দেওয়ার মতো কোনো নেক আমল থাকে না, তখন আল্লাহ তা'আলা তাকে , বিপদে ফেলে চিন্তাগ্ৰস্ত করেন। যাতে এ চিন্তাগ্ৰস্ততা তার গুনাহের কাফফারা হয়ে যায়। 
         (হযরত মোহাম্মদ সা:) 

: আল্লাহ ততক্ষন বান্দার সাহায্য করেন , ততক্ষন সে তার ভাইকে সাহায্য করে। 
(সহীহ মুসলিম)


ইসলামিক লেখা পিকচার ফ্রি

ছোট ছোট ইসলামিক কথা ও হাদিস এবং উক্তি

ইসলামিক লেখা হাদিস পিক





: তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা কর । তিনি অত্যন্ত ক্ষমাশীল। 
(সূরা নূহ - ১০) 

: আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না এবং পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। 
(সূরা নিসা আয়াত: ৩৬)

: সে অস্বীকৃতি জানাল ও অহংকার করলো , সে তো কাফেরদের অন্তর্ভুক্ত। (সূরা আল বাকারা) 

: কিয়ামতের দিন যে জিনিসটা মুমিনের পাল্লায় সবচেয়ে ভারি হবে তা হলো উওম চরিত্র। (আবু দাউদ - হাদিস নং ৪৮০১)

: যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। তিরমিজি 

: অহংকার হচ্ছে সত্য কে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। (সহীহ মুসলিম) 

: কারো সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেনা। 
হযরত (ওমর ফারুক (রা:)

: মানুষ এক আজব প্রাণী!  সে তার নির্দিষ্ট হায়াত থেকে একটা বছর হারিয়ে যাওয়া কে হেসে খেলে মৌজ - মাস্তি করে উদযাপন করে।
(আরিফ আজাদ)



: সর্বশ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ  আর সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। (তিরমিজি)

: তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে গুণ ভুলে যায়।

: আলহামদুলিল্লাহ মুসলমান ঘরে জন্মানোর জন্য। 

: একজন অহংকারী মহিলা সংসারের কাঠামো বিনষ্ট করে। (পিনিরো)

: যারা সবসময় ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠাবসা করো, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল (হযরত উমর রা:)

: যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে। আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।

: প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্ৰহণ করবে। আমি তাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি। আর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। (সূরা আম্বিয়া আয়াত : ৩৫) 
: নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। (সূরা আনকাবুত ৪৫) 

: ক্ষুধার কষ্টে কেউ যদি রুটি চুরি করে তবে সেই চোরের হাত নয় রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও। (হযরত আলী রা:)

ছোট ছোট ইসলামিক উক্তি


: বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় , আর নির্বোধ লোক নিজেকে বড় বলে অপদস্থ হয়। (হযরত আলী রা:)

: নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে , তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। 
(সূরা বাইয়্যিনাহ :৭) 

: I wish আমিও একদিন হজ্জ করবো, নবীজীর রওজা দেখবো। ইনশাআল্লাহ 

: যে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন। (সহীহ বুখারী) 

: তোমাদের মধ্যে সেই উওম যে তার পরিবারের কাছে উওম। (ইবনে মাজাহ) 

: নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। 
(উমর ইবনুল খাওাব)

: যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই।
(হযরত আলী রা:)
: আমি কেবল আমার রব কে  ডাকি  এবং তার সাথে কাউকে শরীক করি না। 
(সূরা জিন ২৩)

: বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী  হয়ে যায়।

: এখনকার যুবকশ্রেণী আল্লাহর জন্য বাঁচে না, আল্লাহর জন্য মরেও না, এখনকার যুবকেরা বাঁচে টাকার জন্য , পদের জন্য, চাকরির জন্য, ইভেন একটা মেয়ের জন্যও
বাঁচে। 

: আত্মীয় স্বজনকে তার হক আদায় করো এবং অভাবগ্ৰস্ত ও মুসাফিরকেও । এবং কিছুতেই অপব্যয় করো না।   বনি ইসরাইল 

: রাসুল সা: বলেন যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। 

: তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না । (সূরা আল বাকারা ৪২) 

: আমিতো মানুষকে তার পিতা-মাতার প্রতি সদাচরণ এর নির্দেশ দিয়েছি। জননী সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার প্রতি এবং তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন তো আমারই কাছে 
(সূরা লোকমান ১৪.)

: অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন হিদায়েত পৌঁছে তবে যে ব্যক্তি আমার সেই হিদায়ত গ্রহণ করবে তারওপর না কোন ভয় আসবে না কোনো চিন্তাগ্রস্থ ও দুঃখিত হবে। (সূরা বাকারা ৩৮)

: রাসুল সা:   বলেন যখনই তোমাদের কেউ সালাতে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলে।
৪৯. প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । (সূরা আল ইমরান ১৮৫)

: সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এত সুন্দর পৃথিবীটা দেখার সুযোগ করে দিয়েছে।







1 Comments

কমেন্টে স্প্যাম লিংক দেওয়া থেকে বিরত থাকুন

Anonymous said…
nice
Previous Post Next Post