![]() |
ভালোবাসা ব্রেকআপ হওয়ার কষ্টের ছোট গল্প breakup golpo bangla |
সে আমাকে বার বার বলছিলো তোমার সাথে আমার আর সম্পর্ক রাখার ইচ্ছে নেই কিন্তু আমি তাকে এতোটাই বিশ্বাস করেছিলাম বার বার তাকে জিজ্ঞেস করেছিলাম আসলেই আমরা সেপারেট হয়ে যাবো? তুমি না বলছো আম্মাকে আমাদের বিয়ের কথা বলতে,
আমি তো আম্মাকে বলেছি,
আমার আম্মাকে যেভাবে হোক রাজি করিয়েছি তো তুমি এখন চলে গেলে আমি কলঙ্কিত হয়ে যাবো পরিবারের কাছে, আমি খুব ছোট হয়ে যাবো,
প্লিজ যেওনা ভুল শুদ্ধ নিয়েই তো জীবন প্লিজ
কিন্তু সে আমাকে লাস্ট এটাই বলছিলো তোমার সাথে কোন পুরুষ ৭দিনের বেশি থাকবেনা,
কথাটা একবার না রিপিট কয়েকবার করেছে
তারপর ও বলছি তুমি তো বলছো ঈদ এর পরই আমাদের বিয়ে,কোর্ট ম্যারেজ করবে বলছিলো বাট আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলি জানবে,
আমি তার সব চুক্তিতে রাজি ছিলাম তার আর্ন কম সে বলছে তোমার পড়াশোনার খরচ তুমি চালাবা যাস্ট আমরা বিয়েটা করবো আর তোমার পড়াশোনার খরচ এতো বড় এমাউন্ট আমি কিভাবে বহন করবো,আমার তো আর্ন কম আর আল্লাহ চাইলে আমার সব কিছু ঠিকঠাক হলে আমি বহন করবো,আমি সব কিছুতেই রাজি হয়েছি যেহেতু আমি নিজে আর্ন করি, আমি ওকে এটা বলছি তুমি আম্মাকে শুধু এটা বলবা ওর পড়াশোনা এভরিথিং আমি বহন করবো,
যাতে ও আম্মার কাছে আমার পরিবারের কাছে বড় থাকে,
কিন্তু শেষমেস কি হলো ও আমাকে অপবাদ দিলো এতোটা সেক্রিফাইস করছি আমি ওর জন্য তারপর ও আমার পরিবারের কাছে ছোট করে চলে গেলো,
তার মানে সে ৭ টা বছর খুব কষ্ট করে থেকেছে????
লেখা: নিষিদ্ধ মানবী
Post a Comment
কমেন্টে স্প্যাম লিংক দেওয়া থেকে বিরত থাকুন