মাত্র ৭ দিনে চুল পড়া বন্ধ করুন - ঘরোয়া উপায়ে, পেঁয়াজ, নারিকেল তেল এবং কালোজিরা দিয়ে তৈরি করুন তেলটি
মাত্র ৭ দিনে চুল পড়া বন্ধ করুন - ঘরোয়া উপায়ে, পেঁয়াজ, নারিকেল তেল এবং কালোজিরা দিয়ে তৈরি করুন এই তেলটি


পেঁয়াজ, নারিকেল তেল এবং কালোজিরার  মিশ্রনে তৈরি এই তেলটি সপ্তাহে তিন দিন সূরাতুল ফাতিহা পড়ে মাথায় ব্যবহার করলে, ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে।

খুবই কার্যকরী এই পেঁয়াজ তেল তৈরি করার প্রক্রিয়াটি আজকের এই আর্টিকেল আলোচনা করবো, ইনশাআল্লাহ।

প্রিয় পাঠক! আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন এই তেল। যদি আপনারা সপ্তাহে তিন দিন ১৫-২০ মিনিট সময় নিয়ে মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে  তেলটি মাসাজ করে লাগান, তাহলে ইনশাল্লাহ আপনার চুল পড়া বন্ধ হবে এবং দ্রুত মাথায় নতুন চুল গজাবে, ইনশাল্লাহ।

সেক্ষেত্রে অবশ্যই সূরা ফাতিহার সাথে এই আমলটি করতে হবে।এই তেলটি তৈরি করার জন্য আমরা প্রধান উপাদান হিসেবে ব্যবহার করবো পিঁয়াজ, কেননা পিঁয়াজে রয়েছে সালফার,যা আমাদের চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে অত্যন্ত সহায়ক। 

এছাড়াও আমারা ব্যবহার করবো কালোজিরা।এটি আমাদের মাথার ত্বককে সবধরনের ইনফেকশন থেকে প্রতিরোধ করবে এবং দ্রুত নতুন চুল গজাতে সাহায্য করবে আমারা আরও ব্যবহার করবো নারিকেল তেল যা আমাদের চুলকে ময়েশ্চারাইজড রাখবে।এই তিনটি উপাদান ব্যবহার করেই আমরা আজকের তেলটি তৈরি করবো, ইনশাল্লাহ। উপাদানগুলো সম্পর্কে তো জানালাম, এবার চলুন জেনে নেয়া যাক তেল তৈরির বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে। তেলটি তৈরির জন্য প্রথমত একটি বাটিতে প্রয়োজন মতো পিঁয়াজ কেটে নিতে হবে। আমি ৫টি মাঝারি মাপের পিঁয়াজ কেটেছি। 

এরপর অন্য আরেকটি বাটিতে নারিকেল তেল নিতে হবে। নারিকেল তেল আর পিঁয়াজ এর অনুপাত যেন সমান হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। অর্থাৎ আপনি যদি এক বাটি পিঁয়াজ কাটেন, তাহলে নারিকেল তেলও এক বাটি নিন।পিঁয়াজ এবং তেল নেওয়ার পর আপনারা কালোজিরা নিবেন। কালোজিরার পরিমাণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এক চা চামচ অথবা দুই চা চামচ নিতে পারেন।এরপর একটি তুলনামূলক বড় স্টিলের বাটি নিন তেল গরম করার জন্য। 

বাটির মাঝে প্রথমে তেল ঢালুন, এরপর পিঁয়াজগুলো। সবশেষে বাটির মাঝে কালোজিরাও দিয়ে দিন এবং চামচ দিয়ে নেড়েচেড়ে উপাদানগুলোর‌ মিশ্রন করুন। এরপর একদম অল্প আঁচে বাটিটি চুলায় গরম করতে দিন ঠিক ততক্ষন পর্যন্ত গরম করুন যতক্ষণ পর্যন্ত না পিঁয়াজ গুলোর রঙ বাদামি হচ্ছে।গরম করার সময়ও আপনারা চামচ দিয়ে মিশ্রনটিকে নেড়েচেড়ে দিতে পারেন। আমাদের মিশ্রনটির ক্ষেত্রে আঁচ দেওয়ার পর আধা ঘন্টার মতো সময় লেগেছিল পিঁয়াজগুলো বাদামি রঙ ধারণ করতে। আপনাদের মিশ্রনগুলো এরকম বাদামি রঙ ধারণ করার পরই চুলা থেকে নামিয়ে ফেলুন এবং সেগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। 

ঘন্টাখানেক পর যখন মিশ্রনটি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন তেলের গরমে পিঁয়াজ গুলোর রঙ কালো হয়ে গেছে। এরপর মিশ্রনটিকে একটি কাঁচের গ্লাসে পরিস্কার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এটিকে সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু কাঁচের গ্লাস বা জার-ই ব্যবহার করতে হবে।ব্যাস! রেডি হয়ে গেল আপনার পিঁয়াজের তেল।এই তেলটি আপনারা চাইলে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। প্রতি সপ্তাহে অন্তত ৩দিন এই তেলটি আপনারা ব্যবহার করবেন। এটি ব্যবহারের পূর্বে সূরাতুল ফাতিহা এবং দুরুদ শরীফ পড়বেন। 

কেননা সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুস শিফা বা রোগ মুক্তির সূরা। ১৫-২০ মিনিট সময় নিয়ে পুরো মাথা ঘুরিয়ে মাসাজ করে তেলটি ব্যবহার করুন। তেলটি যদি আপনারা এই নিয়মে এক মাসও ব্যবহার করে দেখেন, তাহলেই কিন্তু আপনারা নিজের চুলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পারবেন, ইনশাল্লাহ।

সূত্র: আলোর পথ Multimedia

Post a Comment

কমেন্টে স্প্যাম লিংক দেওয়া থেকে বিরত থাকুন

Previous Post Next Post