করো ঋণ পরিশোধ লিরিক্স - Koro Rin Porishodh Lyrics Holy Tune
করো ঋণ পরিশোধ লিরিক্স - Koro Rin Porishodh Lyrics


ধার দেনা করজো আর হাওলাদ যাই বলো পরিশোধে নানা অজুহাত 
ধার দেনা করজো আর হাওলাদ যাই বলো পরিশোধে নানা অজুহাত 

সঠিক সময় করো ঋণ পরিশোধ হৃদয়ে জাগিয়ে তোলো মানবিক বোধ মানবিক বোধ মানবিক বোধ 
করো ঋণ পরিশোধ করো ঋণ পরিশোধ 

করো ঋণ পরিশোধ করো ঋণ পরিশোধ 

হাসিমুখে ঋণ নেয় পরিশোধ দিন নেয় পাওনা চাইতে গেলে মুখ করে কালো এভাবেই কেটে যায় দিন মাস সালও,দিন মাস সালও 

টেলিফোন ধরে না মেসেজ ও পড়ে না মানুষ তো চেনা দায় লেনদেনে বোঝা যায়,লেনদেনে বোঝা যায়

লেনদেনে বোঝা যায়...

ঋণ দানে থাকে রাজা উদ্ধারে পায় শাজা পাওনা চাইতে চাইতে দাতা ভিক্ষুক,দাতা ভিক্ষুক 

করো ঋণ পরিশোধ করো ঋণ পরিশোধ
করো ঋণ পরিশোধ করো ঋণ পরিশোধ 

সংসারে নেই সুখ লেগে আছেই অসুখ অফিসের মাইনে এমাসে তো পাইনে এমাসে তো পাইনে

ব্যবসায় লাভ নেই ঘরে থেকে ঘোর নেই আর কতো বাহানায় গ্রহীতা পালিয়ে যায় গ্রহীতা পালিয়ে যায় 

গ্রহীতা পালিয়ে যায়...

ঋণ দাতার কষ্ট  ভালোবাসা নষ্ট 

এভাবে কি যাবে রোখা হারাময় সুদ হারাময় সুদ


করো ঋণ পরিশোধ করো ঋণ পরিশোধ
করো ঋণ পরিশোধ করো ঋণ পরিশোধ

গ্রহীতার প্রতি দয়া পুন্নের কাজ ঋণ শোধে বাহানা পাপের সমাজ 
বান্দার হক প্রভু করবে না মাফ ইসলামে এ কথা বলা আছে সাফ

ওয়াদা খেলাফ করা মুনাফেকি কাজ এভাবে তো আসবেনা হাছানার রাজ
ভাইয়ে ভাইয়ে বাড়াইওনা ঝগড়া ও ক্রোধ ঝগড়া ও ক্রোধ

করো ঋণ পরিশোধ করো ঋণ পরিশোধ
করো ঋণ পরিশোধ করো ঋণ পরিশোধ
করো ঋণ পরিশোধ করো ঋণ পরিশোধ

ভিডিও 


Song: Koro Rin Porishodh
Singer : Muhammad Badruzzaman & Others
Lyric : Munirul Islam
Tune: Muhammad Badruzzaman Record Label: Holy Tune Studio
Sound Design: Khizir Muhammad
Video Director: H Al Haadi
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman

Post a Comment

কমেন্টে স্প্যাম লিংক দেওয়া থেকে বিরত থাকুন

Previous Post Next Post