![]() |
চলে যাওয়ার ভয় লিরিক্স গজল - lyrics Chole Jawer Voy gojol kolorob holy tune |
হেসে খেলে অর্ধ জীবন করছো অপচয়
একবারো কি আসেনা মনে চলে যাবার ভয়
হেসে খেলে অর্ধ জীবন করছো অপচয়
একবারো কি আসেনা মনে চলে যাবার ভয়
কখন কোথায় বাজবে এলার্ম তোমার নামটি ধরে
আর বেশি দিন রইবো নাতো এই ভব সংসারে
আমি আর বেশি দিন রইবো নাতো এই ভব সংসারে
আমি আর বেশি দিন রইবো নাতো এই ভব সংসারে
সময় থাকতে করো তুমি প্রভুকে স্বরন
প্রভুর হুকুম অসলে হবেতো মরন
সময় থাকতে করো তুমি প্রভুকে স্বরন
প্রভুর হুকুম অসলে হবেতো মরন
থাকতে সময়
থাকতে সময় ফিরে আসে প্রভুর দরবারে
আর বেশি দিন রইবো নাতো এই ভব সংসারে
আমি আর বেশি দিন রইবো নাতো এই ভব সংসারে
অন্ধকার ঐ কবর দেশে থাকতে হবে একা
সন্তান স্বজন কারো সাথে হবে না দেখা
অন্ধকার ঐ কবর দেশে থাকতে হবে একা
সন্তান স্বজন কারো সাথে হবে না দেখা
ভবের মেলা......
ভবের মেলা সংগ হবে মরন আসিলে এ ধারে
আর বেশি দিন রইবো নাতো এই ভব সংসারে
আমি আর বেশি দিন রইবো নাতো এই ভব সংসারে
আর বেশি দিন রইবো নাতো এই ভব সংসারে
আমি আর বেশি দিন রইবো নাতো এই ভব সংসারে
আমি আর বেশি দিন রইবো নাতো এই ভব সংসারে
ভিডিও
Post a Comment
কমেন্টে স্প্যাম লিংক দেওয়া থেকে বিরত থাকুন