শারহুল আক্বীদাহ আত-ত্বহাবীয়া pdf ১ম ও ২য় খণ্ড ,sharohul akbida attbohabiya 1 o 2 pdf
শারহুল আক্বীদাহ আত-ত্বহাবীয়া pdf ১ম ও ২য় খণ্ড ,sharohul akbida attbohabiya 1 o 2 pdf



শারহুল আক্বীদাহ আত-ত্বহাবীয়া pdf ১ম ও ২য় খণ্ড

মূল: ইমাম আবু জা’ফর আত-ত্বহাবী
ব্যাখ্যা: ইমাম ইবনে আবীল ইয আল-হানাফী (রহিমাহুল্লাহ)
অনুবাদ: শাইখ আব্দুল্লাহ শাহেদ আল- মাদানী


দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জনের জন্য সর্বপ্রথম সঠিক ইসলামী আক্বীদাহ গ্রহণ করা অপরিহার্য। এ জন্য নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মাক্কী জীবনের সম্পূর্ণ সময় মুশরিকদের বাতিল আক্বীদাহ বর্জন করে নির্ভেজাল তাওহীদের প্রতি আহবান জানিয়েছেন এবং এ পথে অক্লান্ত পরিশ্রম করেছেন। কারণ ইসলামে সঠিক আক্বীদাহ বিহীন আমলের কোন মূল্য নেই।
.
পরিশুদ্ধ ইসলামী আক্বীদাহর উপর এ পর্যন্ত যত বই রচিত হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে ইমাম আবু জাফর আত- ত্বহাবী কর্তৃক রচিত আল- আকিদা আত- ত্বহাবীয়া।
.
এই বইটিকে  শাইখের নামের দিকে সম্বন্ধ করা এবং ইমাম আবু হানিফা ও তার দুই শিষ্য ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদের দিকে আকিদাগুলোকে বিশেষভাবে সম্বন্ধিত করা হলেও এটা শুধু তাদেরই আক্বীদা নয়, বরং এটা ইমাম মালেক, ইমাম শাফেয়ী, ইমাম আহমাদ বিন হাম্বল সহ আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ইমামদেরও আক্বীদা। তাই সকল মাযহাবের আলেমগণই কিতাবটির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন এবং কতিপয় মাসআলা ব্যতীত তাতে আলোচিত প্রায় সকল বিষয়ই নিজেদের আক্বীদা বলে স্বীকার করে নিয়েছেন।
.
এই গুরুত্বপূর্ণ কিতাবটির ছোট বড় অনেক ব্যাখ্যাগ্রন্থ থাকলেও  ইমাম ইবনে কাসির (রহ) এর অন্যতম সুযোগ্য ছাত্র ইমাম ইবনে আবিল ইয আল হানাফি (রহ) এর ব্যাখ্যা গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। 
.
আলহামদুলিল্লাহ ইমাম ইবনে আবিল ইয আল হানাফি (রহ) এর গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন সম্মানিত শাইখ আব্দুল্লাহ শাহেদ আল- মাদানী (হাফিজাহুল্লাহ)।
বইটি মাকতাবাতুস সুন্নাহ দুই খন্ডে প্রকাশ করেছে। সুম্মা আলহামদুলিল্লাহ। 
.
বইটিতে আক্বীদার বিভিন্ন মাসআলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাতিল বা ভ্রান্ত আক্বীদা পোষণকারীদের জবাব প্রদান করা হয়েছে।
সুতরাং বিশুদ্ধ আকিদা সম্পর্কে সুগভীর জ্ঞান অর্জন করতে বইটির গুরুত্ব অপরিসীম।



Click the Button Below to Download the File
Download Now /download/button/red

Post a Comment

কমেন্টে স্প্যাম লিংক দেওয়া থেকে বিরত থাকুন

Previous Post Next Post